SVMCM Renewal 2023 : স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হল ছাত্র-ছাত্রীদের মধ্যে সবথেকে জনপ্রিয় এবং পশ্চিমবাংলার প্রথম সারির বৃত্তিগুলির মধ্যে যা “বিকাশ ভবন স্কলারশিপ” নামেও পরিচিত।

স্কলারশিপ বৃত্তির অধীনে স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় ১২ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা, এবং আরো উচ্চশিক্ষা ক্ষেত্রে ৯৬ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ মেলে।

এই স্কলারশিপের একটি সবথেকে দারুন দিক হলো “রিনিউয়াল”- যার মানে ছাত্র-ছাত্রীকে কোর্সের প্রথম বর্ষে আবেদন পত্র পূরণ করলেই হবে, পরবর্তী বছরগুলোতে আবেদনের বেশি ঝামেলা নেই – স্কলারশিপ স্বয়ংক্রিয়ভাবে রিনিউয়াল আবেদন করতে পারবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য রিনিউয়াল আবেদন বর্তমানে স্কুল স্টুডেন্টদের জন্য চালু হয়েছে।

রিনিউয়াল আবেদনের জন্য যোগ্যতা :

  1. ছাত্র বা ছাত্রীকে তাদের পড়াশোনায় ভালো ফল করতে হবে, এবং পরবর্তী উচ্চতর শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
  2. কলেজ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার সিস্টেমে, উভয় সেমিস্টার কোন ব্যাক পেপার থাকা চলবে না।

মার্কস প্রয়োজন : উচ্চমাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে এবং কলেজে পড়াকালীন ৬০% শতাংশ নম্বর পেতে হবে ।

আরও পড়ুন : Swami Vivekananda Scholarship 2023 : স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন শুরু!!!শুরুর তারিখ জানালো বিকাশ ভবন!!!

রিনিউয়াল আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে : 

  • শেষ পরীক্ষায় উত্তীর্ণ/আগের বছরের মার্কশীটের কপি। (উভয় পেজকে পিডিএফ ফরম্যাট হিসাবে আপলোড করতে হবে, উভয় সেমিস্টারের মার্কশীট)।
  • পরবর্তী উচ্চতর শ্রেণীতে ভর্তির রসিদ/ফি প্রদানের রসিদ।

আবেদন প্রক্রিয়া : ছাত্র-ছাত্রীদের প্রথমে তাদের পূর্ববর্তী আবেদন নম্বর এবং পাসওয়ার্ড সহযোগে ছাত্রছাত্রীদের ড্যাশবোর্ডে লগইন করতে হবে । সেখান থেকেই রিনিউয়াল আবেদনের সমস্ত কিছু ফর্ম ফিলাপ সম্পন্ন হবে।

SVMCM Renewal 2023
SVMCM Renewal 2023

রিনিউয়াল আবেদন অফিশিয়াল লিংক : https://svmcm.wbhed.gov.in/

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

ক্লাস/শ্রেণি শুরু তারিখ শেষ তারিখ
স্কুলের ছাত্রছাত্রী (দ্বাদশ শ্রেণী) বর্তমানে চলছে
কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের রিনিউয়াল অক্টোবর মাস থেকে শুরু হবে ডিসেম্বর পর্যন্ত চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here