SBI PO Recruitment 2023 : ভারতীয় স্টেট ব্যাঙ্কে প্রতিবছর প্রবেশনারি অফিসার পদে প্রচুর নিয়োগ করা হয়, ০৬.০৯.২০২৩ তারিখে মোট ২০০০ শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1glY4o1F7oTDrNYQdO9ewRuPeC8oZ5BlN/view?usp=sharing
ভারতের নাগরিক পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারেন।প্রার্থীরা 7ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর 2023 পর্যন্ত SBI PO এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
| নিয়োগকারী সংস্থা | State Bank of India (SBI) |
| Advertisement no. | CRPD/PO/2023-24/19 |
| অফিসিয়াল ওয়েবসাইট | sbi.co.in |
| মোট শূন্যপদ | ২০০০ টি। |
| আবেদন শুরু | ০৭.০৯.২০২৩ |
| আবেদন শেষ | ২৭.০৯.২০২৩ |
| প্রিলিমিনারি পরীক্ষা | নভেম্বর ২০২৩ |
| মেইন্স পরীক্ষা | ডিসেম্বর ২০২৩/জানুয়ারী ২০২৪ |
পদের নাম – প্রবেশনারী অফিসার।
শিক্ষাগত যোগ্যতা – স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে থাকতে হবে তাহলে অবশ্যই এই পদে আবেদন করতে পারবে।
বয়স সীমা – ০১.০৪.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর ও সর্বোচ্চ ৩০ বছর। তবে যারা বয়সের সংরক্ষণ পেয়ে থাকেন, তারা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন সীমা – প্রার্থীদের ৪১,৯৬০ টাকা বেসিক পে হারে বেতন দেওয়া হবে, এছাড়াও কেন্দ্রীয় হারে বিভিন্ন প্রকারের ভাতা ইত্যাদি পাবেন। সব মিলিয়ে হাতে মোটামুটি ৫২,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকা পাবেন।
নিয়োগ পদ্ধতি – তিনটি বিভাগের শূন্যপদগুলিতে মূলত পাঁচটি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নীচে ক্রম অনুযায়ী একটি তালিকা দেওয়া হল-
- প্রিলিমিনারি লিখিত পরীক্ষা।
- মেইন্স পরীক্ষা।
- ইন্টারভিউ।
- ডকুমেন্ট ভেরিফিকেশন।
- মেডিকেল পরীক্ষা।
প্রিলিমিনারি লিখিত পরীক্ষার ধরণ : SBI PO এর প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ১০০ নম্বরের মোট ১০০ টি MCQ প্রশ্নের উত্তর দিতে হয়, এখানে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে নম্বর কেটে নেওয়া হয়। প্রার্থীদের ১ ঘন্টার মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। এতে মোট শূন্যপদের ১০ গুন প্রার্থীদের মেইন্স পরীক্ষার জন্য বাছাই করা হবে। বিষয় অনুযায়ী পরীক্ষার ধরণ নীচে তুলে ধরা হল –
| বিষয় | প্রশ্ন সংখ্যা | পূর্ণমান | সময় |
| ইংরেজি | ৩০ টি | ৩০ নম্বর | ৬০ মিনিট |
| Quantitative Aptitude | ৩৫ টি | ৩৫ নম্বর | |
| রিজনিং | ৩৫ টি | ৩৫ নম্বর | |
| মোট | ১০০ টি | ১০০ নম্বর |
মেইন্স পরীক্ষার ধরণ : মেইন্স পরীক্ষায় দুই রকমের প্রশ্নপত্র করা হবে, MCQ টাইপ- যেখানে প্রশ্ন থাকবে ১৫৫ টি এবং এতে মোট ২০০ নম্বর থাকবে; আরেকটি হল বিস্তারিত লিখিত পরীক্ষা, যেখানে প্রার্থীদের ইংরেজিতে চিঠিপত্র/রচনা লিখতে হবে। এখানে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে এবং পরীক্ষায় ৩০ মিনিট সময় দেওয়া হবে।
| বিষয় | প্রশ্ন সংখ্যা | পূর্ণমান | সময় |
| Reasoning & Computer Aptitude | ৪০ টি | ৫০ নম্বর | ৩ ঘন্টা |
| Data Analysis & Interpretation | ৩০ টি | ৫০ নম্বর | |
| General/ Economy/ Banking Awareness | ৫০ টি | ৬০ নম্বর | |
| English Language | ৩৫ টি | ৪০ নম্বর | |
| মোট | ১৫৫ টি | ২০০ নম্বর | |
| বিস্তারিত লিখিত পরীক্ষা | ২ টি | ৫০ নম্বর | ৩০ মিনিট |
আবেদন পদ্ধতি : SBI PO পদে আবেদনের জন্য, প্রার্থীদের অনলাইন পদ্ধতির সাহায্য নিতে হবে। এর জন্য-
- আবেদনে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে, ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এ গিয়ে/নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন শুরু করতে হবে।
Click here for Official Notification : sbi.co.in
Click here for 1st Time Registration for Online Application : https://ibpsonline.ibps.in/sbipoaug23/basic_details.php
Login for already Registered Candidates : https://ibpsonline.ibps.in/sbipoaug23/
2. তারপর, ওয়েবফর্মটি ফিলাপ করে যাবতীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
3. তারপর, আবেদন ফি জমা দিয়ে, আবেদন করা ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।
আবেদনের শেষ তারিখ – ২৭ সেপ্টেম্বর, ২০২৩।
আবেদন ফি : আবেদনের জন্য Gen/ OBC/ EWS প্রার্থীদের ₹750/- টাকা ফি জমা করতে হবে, তবে SC/ST শ্রেণীভুক্ত প্রার্থীদের কোনোরকম ফি প্রদানের দরকার নেই।
আরও পড়ুন : Air India Group-C Recruitment : মাধ্যমিক পাসে এয়ার ইন্ডিয়ায় বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ!!!










