SBI PO Recruitment 2023 : ভারতীয় স্টেট ব্যাঙ্কে প্রতিবছর প্রবেশনারি অফিসার পদে প্রচুর নিয়োগ করা হয়, ০৬.০৯.২০২৩ তারিখে মোট ২০০০ শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1glY4o1F7oTDrNYQdO9ewRuPeC8oZ5BlN/view?usp=sharing

ভারতের নাগরিক পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারেন।প্রার্থীরা 7ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর 2023 পর্যন্ত SBI PO এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগকারী সংস্থা State Bank of India (SBI)
Advertisement no. CRPD/PO/2023-24/19
অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in
মোট শূন্যপদ  ২০০০ টি।
আবেদন শুরু ০৭.০৯.২০২৩
আবেদন শেষ ২৭.০৯.২০২৩
প্রিলিমিনারি পরীক্ষা  নভেম্বর ২০২৩
 মেইন্স পরীক্ষা  ডিসেম্বর ২০২৩/জানুয়ারী ২০২৪

 

পদের নাম – প্রবেশনারী অফিসার।

শিক্ষাগত যোগ্যতা – স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে থাকতে হবে তাহলে অবশ্যই এই পদে আবেদন করতে পারবে।

বয়স সীমা – ০১.০৪.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর ও সর্বোচ্চ ৩০ বছর। তবে যারা বয়সের সংরক্ষণ পেয়ে থাকেন, তারা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন সীমা – প্রার্থীদের ৪১,৯৬০ টাকা বেসিক পে হারে বেতন দেওয়া হবে, এছাড়াও কেন্দ্রীয় হারে বিভিন্ন প্রকারের ভাতা ইত্যাদি পাবেন। সব মিলিয়ে হাতে মোটামুটি ৫২,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকা পাবেন।

নিয়োগ পদ্ধতি – তিনটি বিভাগের শূন্যপদগুলিতে মূলত পাঁচটি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নীচে ক্রম অনুযায়ী একটি তালিকা দেওয়া হল-

  1. প্রিলিমিনারি লিখিত পরীক্ষা।
  2. মেইন্স পরীক্ষা।
  3. ইন্টারভিউ।
  4. ডকুমেন্ট ভেরিফিকেশন।
  5. মেডিকেল পরীক্ষা।

প্রিলিমিনারি লিখিত পরীক্ষার ধরণ : SBI PO এর প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ১০০ নম্বরের মোট ১০০ টি MCQ প্রশ্নের উত্তর দিতে হয়, এখানে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে নম্বর কেটে নেওয়া হয়। প্রার্থীদের ১ ঘন্টার মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। এতে মোট শূন্যপদের ১০ গুন প্রার্থীদের মেইন্স পরীক্ষার জন্য বাছাই করা হবে। বিষয় অনুযায়ী পরীক্ষার ধরণ নীচে তুলে ধরা হল –

বিষয় প্রশ্ন সংখ্যা পূর্ণমান  সময়
ইংরেজি ৩০ টি ৩০ নম্বর ৬০ মিনিট
Quantitative Aptitude ৩৫ টি ৩৫ নম্বর
রিজনিং ৩৫ টি ৩৫ নম্বর
মোট ১০০ টি  ১০০ নম্বর

 

মেইন্স পরীক্ষার ধরণ : মেইন্স পরীক্ষায় দুই রকমের প্রশ্নপত্র করা হবে, MCQ টাইপ- যেখানে প্রশ্ন থাকবে ১৫৫ টি এবং এতে মোট ২০০ নম্বর থাকবে; আরেকটি হল বিস্তারিত লিখিত পরীক্ষা, যেখানে প্রার্থীদের ইংরেজিতে চিঠিপত্র/রচনা লিখতে হবে। এখানে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে এবং পরীক্ষায় ৩০ মিনিট সময় দেওয়া হবে।

বিষয় প্রশ্ন সংখ্যা পূর্ণমান  সময়
Reasoning & Computer Aptitude ৪০ টি ৫০ নম্বর ৩ ঘন্টা
Data Analysis & Interpretation ৩০ টি ৫০ নম্বর
General/ Economy/ Banking Awareness ৫০ টি ৬০ নম্বর
English Language ৩৫ টি ৪০ নম্বর
মোট ১৫৫ টি  ২০০ নম্বর
বিস্তারিত লিখিত পরীক্ষা ২ টি ৫০ নম্বর ৩০ মিনিট

 

আবেদন পদ্ধতি : SBI PO পদে আবেদনের জন্য, প্রার্থীদের অনলাইন পদ্ধতির সাহায্য নিতে হবে। এর জন্য-

  1. আবেদনে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে, ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এ গিয়ে/নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন শুরু করতে হবে।

Click here for Official Notification : sbi.co.in

Click here for 1st Time Registration  for Online Application : https://ibpsonline.ibps.in/sbipoaug23/basic_details.php

Login for already Registered Candidates : https://ibpsonline.ibps.in/sbipoaug23/

2. তারপর, ওয়েবফর্মটি ফিলাপ করে যাবতীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।

3. তারপর, আবেদন ফি জমা দিয়ে, আবেদন করা ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।

আবেদনের শেষ তারিখ – ২৭ সেপ্টেম্বর, ২০২৩।

আবেদন ফি : আবেদনের জন্য Gen/ OBC/ EWS প্রার্থীদের ₹750/- টাকা ফি জমা করতে হবে, তবে SC/ST শ্রেণীভুক্ত প্রার্থীদের কোনোরকম ফি প্রদানের দরকার নেই।

আরও পড়ুন : Air India Group-C Recruitment : মাধ্যমিক পাসে এয়ার ইন্ডিয়ায় বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here