Eastern Railway Recruitment : ভারতীয় রেলের পশ্চিমবঙ্গ বিভাগে অবশেষে হাজার হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।রাজ্যের 23 জেলা থেকে সকল বেকার যুবক যুবতীরা আবেদন জানাতে পারবেন। মাধ্যমিক পাশ করা হয়েছে এমন চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ছেলে ও মেয়ে উভয় আবেদনে সুযোগ নিতে পারবেন।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1LYjZfRSFN5arU2xi9N_KKf8H0IBLcQUC/view?usp=sharing

শূন্যপদ : 3115 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

Railway zone Eastern Railway
Recruitment Type Apprentice
Total Posts 3115
Qualification ITI Pass
Application mode online
Application Start Date 27-09-2023
Application Last Date 26-10-2023

 

আবেদন পদ্ধতি : মাধ্যমিক পাশ যোগ্যতাই রেলের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন অনলাইন মাধ্যমে। অনলাইন আবেদন করতে er.indianrailways.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট বা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করতে হবে।

Click here for Official Website for Online  : er.indianrailways.gov.in

প্রথমে রেজিষ্ট্রেশন ও পরে সম্পূর্ণ ফর্ম পূরণ করে আবেদন ফী জমা ও জরুরি ডকুমেন্টস আপলোড দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।সবশেষে আবেদন পত্রটির প্রিন্ট আউট কপি বের করে রাখতে পারেন।

আবেদনের তারিখ : অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হবে 27/09/2023 থেকে।

Click here for more Details Regarding Recruitment :  https://139.99.53.236:8443/rrcer/notice_board.html

আবেদন ফী : আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন ফী হিসেবে সাধারণ ও ওবিসিদের 100 টাকা অনলাইন Credit card /Debit Card /Net Banking ইত্যাদি মাধ্যমে। মহিলা ও অন্যান্য সংরক্ষিতদের জন্য কোনো আবেদন ফী ধার্য করা হয়নি।

প্রার্থী বাছাই প্রক্রিয়া : চাকরি প্রার্থী রেলের (Railways Recruitment) সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করবে তাদের বাছাই করা হবে মূলত 3 টি প্রক্রিয়ার মাধ্যমে।

  • একাডেমিক স্কোর।
  • ডকুমেন্টস যাচাই প্রক্রিয়া।
  • মেডিকেল টেস্ট।

পদের নাম : পূর্ব রেল বিভাগে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।

বয়সসীমা : সাধারণ এক্ষেত্রে বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 24 বছরের মধ্যে। কিন্তু ওবিসি ক্যারাগরি থেকে আবেদন করলে 27 বছরের এবং এসসি ও এসটি ক্যাটাগরি থেকে আবেদন করলে 29 বছর সর্বাধিক বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

যোগ্যতা : আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। সঙ্গে 50 শতাংশ নম্বর নিয়ে অবশ্যই পাশ করতে হবে এবং আইটিআই পাশ করতে হবে।

মাসিক বেতন : এক্ষেত্রে প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড প্রদান করা হবে।

প্রশিক্ষণের স্থান : পশ্চিমবঙ্গের হাওড়া, লিলুয়া, শিয়ালদহ, কাঁচরাপাড়া, মালদা, আসানসোল প্রভৃতি জায়গায়।

আরও পড়ুন : NHPC Recruitment 2023 : আইটিআই শিক্ষানবিশ প্রশিক্ষণার্থী | 51টি পোস্ট | ITI/ 10 তম যোগ্যতাই আবেদন করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here