Digjoyti Scholarship 2023 : সরকারের পক্ষ থেকে যেমন বিভিন্ন স্কলারশিপের ব্যাবস্থা রয়েছে, তেমনই বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকেও নানা স্কলারশিপ প্রদান করা হয়। আর এমনই একটি স্কলারশিপ হলো দিগজ্যোতি স্কলারশিপ।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য দিগজ্যোতি স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। আবেদন করতে কী যোগ্যতা লাগবে? কী সুবিধা পাওয়া যাবে এবং কীভাবে আবেদন করতে হবে?
দিগজ্যোতি স্কলারশিপ ২০২৩ : দিগজ্যোতি স্কলারশিপ প্রদান করা হয়, সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের যারা আর্থিক ভাবে দুর্বল। আর্থিক কারণে যাতে পড়াশোনায় বাধা না হয়, সে কারণে ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করা হয়। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা প্রতি বছর ১০,০০০ টাকা করে বৃত্তি পেয়ে থাকে।
বৃত্তির পরিমাণ : এই স্কলারশিপের প্রতি বছর ১০,০০০ টাকা করে ২ বছর দেওয়া হবে। ২ বছরের জন্য এই স্কলারশিপের সুবিধা পাওয়া যাবে। যেটি ২০২৩-২৪ সালের শিক্ষাবর্ষের জন্য বিশেষ ভাবে আর্থিক সুবিধা প্রদান করবে দরিদ্র, অনাথ, দুস্থ এবং ভিন্নভাবে অক্ষম ছাত্র-ছাত্রীদের।
আবেদন করতে কী যোগ্যতা লাগবে?
স্কলারশিপে আবেদন করার জন্য যে যে যোগ্যতা লাগবে, তা নিম্নে উল্লেখ করা হলো-
- স্বীকৃত যে কোনো বোর্ড থেকে মাধ্যমিকে পাশ করতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যেকোন সরকার স্বীকৃত বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
আবেদন প্রক্রিয়া : যোগ্য ছাত্র-ছাত্রী নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন-
- আবেদনকারীকে দিগজ্যোতির অফিসিয়াল ওয়েবসাইট www.digjyoti.org এ যেতে হবে। এরপর আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে।
Click here for Official Website : www.digjyoti.org
Click here for Application Form : https://drive.google.com/file/d/1dCFLEHQ34vmPQfxGMjtOmVOV_-OjT7Ki/view?usp=sharing
- আবেদনপত্র ডাউনলোড করার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। সঙ্গে এক কপি কালার ছবি আবেদন পত্রের লাগিয়ে দিতে হবে এবং নিজের স্বাক্ষর করতে হবে।
- এরপর আবেদনপত্র যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, সেই প্রতিষ্ঠানের প্রধানকে দিয়ে ভেরিফিকেশন করিয়ে নিতে হবে।
- এরপর সমস্ত ডকুমেন্ট সহ আবেদন পত্রটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
আবেদন পত্রটি যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
The Chairman DIGJYOTI,C/24, HIG, Housing Board Colony, Baramunda, Bhubaneswar- 751003.
email: k.pradhan@digjyoti.org
Phone: +91-9437006552
প্রয়োজনীয় নথিপত্র : স্কলারশিপে আবেদন করার জন্য নিম্নলিখিত নথি গুলো অবশ্যই জমা করতে হবে।
- মাধ্যমিকের মার্কশিট।
- নতুন ক্লাসে অর্থাৎ একাদশ শ্রেণীর ভর্তির রশিদ।
- আইডেন্টিটি গ্রুপ হিসেবে আধার কার্ড।
- আবেদনকারীর সম্প্রতি রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।
- ব্যাংকের পাসবুক।










