Air India Group-C Recruitment : এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসের লিমিটেড এর তরফ থেকে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের শূন্যপদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদনের যোগ্য।ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ বিস্তারিত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন।
| নিয়োগকারী সংস্থা | AI AIRPORT SERVICES LIMITED |
| Advertisement no. | AIASL/05-03/BOM/353 |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://www.aiasl.in |
| মোট শূন্যপদ | ৯৯৮ টি। |
| আবেদন শুরু | ৩১.০৮.২০২৩ |
| আবেদন শেষ | ১৮.০৯.২০২৩ |
Employment No.- AIASL/05-03/BOM/353
- পদের নাম(Name of the Post) – Handyman.
শূন্যপদ(Number of Vacancy) – ৯৭১ টি।
2. পদের নাম(Name of the Post) – Utility Agent.
শূন্যপদ(Number of Vacancy) – ২৭ টি। (পুরুষ- ২০ টি, মহিলা- ৭ টি)
শিক্ষাগত যোগ্যতা(Education Qualification) – স্বীকৃত বোর্ডের যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে । কর্মরত স্থানের স্থানীয় ভাষায় কথা বলার এবং কথা বোঝার দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন(Monthly Salary) – প্রতিমাসে বেতন ২১,৩৩০/- টাকা বেতন প্রদান করা হবে।
বয়সসীমা(Age Limit) – আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি(Application Procedure) –
- প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1aTydDVfuWkK6t84HTdlpsyNvyR4Ic9BO/view?usp=sharing
- পূরণ করা আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
Note : List of Documents (copies) to be attached with the Application : (Please also bring all ORIGINAL DOCUMENTS/CERTIFICATES for verification)

আবেদন ফি(Application Fees) – আবেদন ফি বাবদ GEN, OBC এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা আবেদন ফি লাগবে। SC, ST এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। Demand Draft -এর মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি : উল্লেখ্য পদগুলিতে প্রার্থীদের মূলত দুইটি ধাপের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে, যথা-
- শারীরিক ক্ষমতা পরীক্ষা অর্থাৎ (PET) এবং
- ইন্টারভিউ
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা (Place of Application Submission)– To HRD Department, AI Airport Service Limited, GSD Complex, Near Sahar Police Station, CSMI Airport, Terminal-2, Gate No. 5, Sahar, Andheri-East, Mumbai- 400099.
আবেদনের সময় খামের ওপরে পোস্টের নাম এইভাবে লিখবেন- “POST APPLIED FOR _____________”. আর মনে রাখবেন, আবেদনপত্রটি যেন বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদনের শেষ তারিখ অর্থাৎ ১৮.০৯.২০২৩ এর মধ্যেই পোঁছে যায়।
আরও পড়ুন : ONGC Recruitment 2023 : ONGC -তে প্রশিক্ষণের সুযোগ !!! ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে !!!










