ABC Card : অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর সকল পর্যায়ের পড়ুয়াদের জন্যই বাধ্যতামূলক হবে এই ABC Card। আপনি যদি একজন পড়ুয়া হয়ে থাকেন, তবে আপনারও অবশ্যই এই বিষয়টি জেনে নেওয়া জরুরি। নয়তো হতে পারে এরপর থেকে মিলবে না আর কোন সরকারি সুবিধা। ABC Card এর পুরো নাম হল Academic Bank Of Credits।
ABC Card টি কি আসলে?
এবিসি পোর্টাল হল মূলত একটি জাতীয় স্তরের পরিষেবা। এখানে ছাত্র ছাত্রীরা নিজেদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী ক্রেডিট অর্জন করতে পারেন। এই ক্রেডিট রিডিম করে নানাধরনের আন্ত বিভাগীয় বা বহু বিভাগীয় কোর্স গুলি করার জন্য শিক্ষার্থীরা দেশের যেকোনো উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানে সহজেই মাইগ্রেশন করতে পারবে।
এবিসি পোর্টালটি (ABC Card) ঠিক কী?
শিক্ষায় একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আনার পরামর্শ দেওয়া হয়েছিল জাতীয় শিক্ষা নীতি (National Education Policy 2020) এ। UGC তখন জানায় শীঘ্রই এটি বাস্তবায়ন করা হবে। ইউজিসি নির্দেশ দিয়েছিল, যে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান গুলি অনলাইন বা দূরশিক্ষার কোর্স প্রদান করে তাদের অচিরেই বাধ্যতামূলকভাবে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট পোর্টাল – www.abc.gov.in এ নথিভুক্ত করতে হবে।
ABC Card এর সুবিধা।
- একাডেমিক ব্যাংক শিক্ষার্থীর একাডেমিক রেকর্ড রক্ষণাবেক্ষণ, খোলা, বন্ধ এবং যাচাই করার জন্য দায়ী থাকবে।
- এটি শিক্ষার্থীদের ক্রেডিট জমা, ক্রেডিট যাচাইকরণ, ক্রেডিট স্থানান্তর এবং ক্রেডিট রিডেম্পশনের মতো কাজ করবে।
- এর অধীনে, শিক্ষার্থীরা যে কোর্সে ভর্তি হতে পারে তার মধ্যে অনলাইন এবং দূরত্ব মোড কোর্স (ABC Card) অন্তর্ভুক্ত রয়েছে।
- শিক্ষার্থীর অর্জিত ক্রেডিট সাত বছর পর্যন্ত রিডিম করা যাবে।
- এর সাহায্যে তারা সরাসরি যে কোনো কোর্সের দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারে।
- ABC Card শিক্ষার্থীদের কোন প্রাতিষ্ঠানিক কোর্সে ভর্তি হতে গেলে নথিপত্র দেখানোর প্রয়োজন পড়বে না। তবে বিষয়টি যদি উচ্চতর শিক্ষার প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়, তাহলে দরকার পড়তে পারে।
- এর মাধ্যমে তারা যেকোনো সময় যেকোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটে প্রবেশ বা প্রস্থান করতে পারবে।
ABC Card কিভাবে তৈরি করবেন?
- প্রথমে ডিজিলকার ওয়েবসাইটে যান।
Click here for Digi Locker Website : https://www.digilocker.gov.in/
- এখানে ‘Education’ তবে ক্লিক করুন।
Click here for Education & Learning in Digi Locker Website : https://www.digilocker.gov.in/dashboard/issuers
- তারপর একাডেমিক ব্যাংক ক্রেডিট পরিষেবা গুলিতে যান।
- এবার ABC ID তৈরি করুন।
Click here for Create ABC ID : https://bitly.ws/39683
- আপনার বিশ্ববিদ্যালয় নির্বাচন করুন।
- তারপর জেনারেট এবিসি আইডিতে ক্লিক করুন।
- এখন ক্রেডিট জমা করুন। ডিজি লকার ওয়েবসাইটের কাজ শেষ। এখান থেকে বেরিয়ে আসুন।
- এরপর www.abc.gov.in এ যান।
- ‘Sign up’ এ ক্লিক করুন।
- নিজের নাম, ঠিকানা, সার্টিফিকেট, কোর্সের বিবরণ, Digi Locker এর আইডি ইত্যাদি তথ্য গুলি এন্টার করুন।










