RBI Recruitment 2023 : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন।ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে।

Click here for Official Website : rbi.org.in

নিয়োগ সংস্থা Reserve Bank of India (RBI)
পদের নাম Assistant
মোট শূন্যপদ ৪৫০ টি
আবেদন মাধ্যম অনলাইনে
আবেদন শেষ ০৪-১০-২০২৩

 

পদের নাম : Assistant (RBI New Job Recruitment 2023)

গুরুত্বপূর্ন তারিখ : 

বিজ্ঞপ্তি প্রকাশিত ১৩.০৯.২০২৩
আবেদন শুরু ১৩.০৯.২০২৩
ইন্টারভিউ তারিখ  ০৪-১০-২০২৩

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1oWnkQt377ZPJlpXcPheibvfaBXRLccTH/view?usp=sharing

শূন্যপদ : ৪৫০ টি।

Vacancies
Vacancies

বয়স সীমা : আবেদন করার জন্য প্রার্থীদের এখানে বয়সসীমা সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।আবেদন করার আগে অবশ্যই ০১.০৯.২০২৩ অনুযায়ী বয়সের হিসাব করে নিতে হবে।সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে।

Age (as on 01‐09‐2023)
Age (as on 01‐09‐2023)

শিক্ষাগত যোগ্যতা : 

  • আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষকতা যোগ্যতা লাগছে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫০ শতাংশ নাম্বার নিয়ে গ্রাজুয়েশন পাশ হতে হবে বা SC/ ST/ PwBD প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাস নম্বর থাকলে এখানে আবেদন করা যাবে।
  • প্রাক্তন সেনা কর্মীদের ক্ষেত্রে গ্রাজুয়েশন বা ম্যাট্রিকুলেশন সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হলেও এই পদে আবেদন করা যাবে তবে সেই প্রার্থীকে ১৫ বছর সেনায় কর্মরত থাকতে হবে। এছাড়া প্রার্থীদের অতি অবশ্যই আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে তার সঙ্গে কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে তবে এই পদে আবেদন করা যাবে।

বেতন সীমা :  চাকরি প্রার্থীদের এই পদে চাকরি হলে প্রতি মাসে ৪৭,৮৪৯/- টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া : চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে অনেকগুলি ধাপের মাধ্যমে।

  • প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে,
  • তারপরেই মেইন পরীক্ষা,
  • এবং ডকুমেন্টস ভেরিফিকেশন,
  • মেডিকেল পরীক্ষা,
  • স্থানীয় ভাষা দক্ষতা পরীক্ষা, বিভিন্ন নিয়মে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস : 

  • বয়সের প্রমাণপত্র।
  • ভোটের কার্ড/আধার কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
  • অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে)।
  • পাসপোর্ট সাইজের ফটো।
  • এছাড়াও আরো অন্যান্য।

আবেদন পদ্ধতি :  আবেদন করতে হবে সরাসরি অনলাইনে মাধ্যমে। নিচে দেওয়া এপ্লাই লিংক  হয়েছে,  সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে। ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করে নিতে হবে।

Click here for Online Application for 1st Time Registration : https://ibpsonline.ibps.in/rbiaaaug23/basic_details.php

Click here for Online application for Already Registered Applicant : https://ibpsonline.ibps.in/rbiaaaug23/

আরও পড়ুন : IDBI Bank Recruitment : IDBI ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ !!! শূন্যপদ মোট ৬০০ টি রয়েছে !!! ১৫ দিন পর্যন্ত চলবে আবেদন!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here