IDBI Bank Recruitment : Industrial Development Bank of India (IDBI) ব্যাংকের তরফে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৬০০ জন প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে IDBI ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1DQzeN7l4N5gtQ2eL-T5xegcWvYD3Cl-G/view?usp=sharing

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আগ্রহী চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।

নিয়োগকারী সংস্থা Industrial Development Bank of India (IDBI)
Advertisement no. 8/2023-24
অফিসিয়াল ওয়েবসাইট https://www.idbibank.in
মোট শূন্যপদ  ৬০০ টি।
আবেদন শুরু ১৫.০৯.২০২৩
আবেদন শেষ ৩০.০৯.২০২৩

 

পদের নাম : Junior Assistant Manager -JAM.

শূন্যপদের সংখ্যা : এই পদে মোট৬০০জন চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। (UR- ২৪৩, SC – ৯০, ST – ৪৫, EWS – ৬০, OBC – ১৬২)

গুরুত্বপূর্ন তারিখ :

বিজ্ঞপ্তি প্রকাশিত ১৫.০৯.২০২৩
আবেদন শুরু ১৫.০৯.২০২৩
আবেদন শেষ ৩০.০৯.২০২৩
Tentative Date of Online Test* ২০.১০.২০২৩

শিক্ষাগত যোগ্যতা : ৩১.০৮.২০২৩ এর মধ্যে ভারত সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েট পাশ হতে হবে।সেইসাথে প্রার্থীদের কম্পিউটারে কাজের অভিজ্ঞতা ও স্থানীয় ভাষায় কথা বলতে জানতে হবে।

বয়স সীমা : ৩১.০৮.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর ও সর্বোচ্চ ২৫ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ২৮ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩০ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

বেতন :  ৬ মাসের Training Period চলাকালীন প্রতিমাসে ৫,০০০/- টাকা করে, ২ মাসের Internship Period চলাকালীন প্রতিমাসে ১৫,০০০/- টাকা করে Stipend দেওয়া হবে।

Junior Assistant Manager – JAM (Grade ‘O’) হিসেবে নিযুক্ত হবার পর বছরে ৬.১৪ লক্ষ টাকা থেকে ৬.৫০ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন করবেন কিভাবে ?

  • প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন করার জন্য প্রার্থীদের https://ibpsonline.ibps.in/idbisep23/ -এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

Click here for Apply Online / Official Website for Application : https://ibpsonline.ibps.in/idbisep23/

Click here for new Registration for 1st Time Application : https://ibpsonline.ibps.in/idbisep23/basic_details.php

Login for already Registered Candidates : https://ibpsonline.ibps.in/idbisep23/

  • তারপর অনলাইন আবেদন ফর্ম নির্ভুলভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে আবেদন ফি জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন সম্পূর্ন হবে।
  • আবেদন করার শেষে অ্যাপ্লিকেশন ফর্মটি ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট বের করে সঙ্গে রাখুন।

প্রার্থী বাছাই পদ্ধতি :  Junior Assistant Manager -JAM পদে চাকরি দেওয়ার আগে ব্যাঙ্কের তরফে ৬+২= ৮ মাসের ট্রেনিং করানো হয়, এর জন্য প্রার্থীদের ৩ টি ধাপ পেরোতে হবে। যথা-

  • লিখিত পরীক্ষা (MCQ টাইপ- ২০০ নম্বর)।
  • ইন্টারভিউ (১০০ নম্বর)।
  • মেডিকেল পরীক্ষা।

    IDBI Bank Recruitment
    IDBI Bank Recruitment

আবেদন ফি : অনলাইন আবেদন করার সময় SC/ST/PWDপ্রার্থীদের আবেদন ফি মারফৎ মোট ২০০ টাকা জমা করতে হবে, বাকি শ্রেণীর প্রার্থীদের মোট ১০০০ টাকা জমা করতে হবে।

আরও পড়ুন : Eastern Railway Recruitment 2023 : রেলের পশ্চিমবঙ্গ বিভাগে 3115 শূন্যপদে আবেদন শুরু !!! মাধ্যমিক পাশ যোগ্যতাই!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here