NTPC Recruitment 2023 : ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে NTPC এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।বেশ কয়েকটি পদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে বিস্তারিত বিবরণ নিচে আলোচনা করা হয়েছে, জেনে নিতে আমাদের সঙ্গে থাকুন।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/105A5mqoYUnEwBPKUfOiRQnoUMmq0NamT/view?usp=sharing

পদের নাম : মোট তিনটি ক্ষেত্র তথা পদে নেওয়া হবে কর্মী। যেমন,

  • ডিপ্লোমা ট্রেনি।
  • আর্টিসান ট্রেনি।
  • অ্যাসিস্ট্যান্ট মেটেরিয়াল/ স্টোর কিপার।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে ন্যুনতম মাধ্যমিক / আইটিআই / ডিপ্লোমা করে থাকতে হবে।

বয়সসীমা : বয়সের ঊর্ধ্বসীমা 38 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।

আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে দেওয়া নিয়োগের অনলাইন আবেদন এর লিঙ্ক এ ক্লিক করুন।

Click here for Online Application : https://jobapply.in/NTPC2023BTR/

 Fresh Candidate (CLICK HERE) to Create Log In : https://jobapply.in/NTPC2023BTR/Registration.aspx

Already Logged In Candidate(CLICK HERE) to Complete Process :  https://jobapply.in/NTPC2023BTR/login.aspx

  • নিজের নাম, জন্মতারিখ, ইমেল আইডি, মোবাইল নম্বর, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
  • ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়ে সঙ্গে পদ সিলেক্ট করে লগইন করে নিন এবং আরো কিছু তথ্য দিতে হবে।
  • যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করে দিন।
  • সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

আবেদনের সময়সীমা : আগামী 15/09/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন : CAG Recruitment 2023 : কেন্দ্রীয় সরকারের CAG দপ্তরে গ্ৰুপ- সি কর্মী নিয়োগ!!!১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদন!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here